রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সম্প্রতি সাংবাদিক ও সংবাদ মাধ্যম সম্পর্কে কুরুচিপূর্ণ, অমার্জিত ও অসাংবিধানিক মন্তব্য করে প্রচার করেছেন। উপাধ্যক্ষের মর্যাদাপূর্ন পদ ব্যবহার করে তিনি সাংবাদিকদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টির জন্য একটি ভিডিও বার্তা প্রচার করে তাঁর সুবিধাভোগীদের মাধ্যমে ব্যপক প্রচার করে ভাইরাল করেছেন। শ্রী পালের এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সম্পাদক ও সাংবাদিকদের একটি প্রতিনিধিদল আজ মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার সাথে সাক্ষাৎ করে তাঁকে অবহিত করেছেন। মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা কালে সাংবাদিক প্রতিনিধিরা উল্লেখ করেছেন শ্রী পাল কি ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাংবাদিকদের মর্যাদাহানীকর মন্তব্য করেছেন।
সম্পাদক ও সাংবাদিকগন মনে করেন শ্রী পালের এধরনের নেতিবাচক ভূমিকা সাংবাদিকদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টির অপপ্রয়াস। শ্রী পাল উপাধ্যক্ষের মর্যাদাপূর্ন পদ ব্যবহার করে কি ভাবে রাজ্য ও সরকারের সম্মানহানীকর কার্যকলাপে লিপ্ত রয়েছেন, তার তথ্যও মুখ্যমন্ত্রীকে দিয়েছেন সাংবাদিকগন। সাংবাদিক প্রতিনিধিরা উপাধ্যক্ষের মর্যাদাপূর্ন পদ থেকে শ্রী পালের অপসারণ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সম্পাদক সুবল কুমার দে, সঞ্জয় পাল, শানিত দেবরায়, দিবাকর দেবনাথ, প্রনব সরকার, ড. বিশ্বেন্দু ভট্টাচার্য, সৌরজিৎ পাল, প্রতীক মহালনবিশ, অচিন্ত্য ভুঁইয়া, মনীষ আচার্য, অভিজিৎ ঘোষ, প্রসেনজিৎ ভট্টাচার্য, রনজিৎ দেববর্মা প্রমূখ। সংবাদিকদের প্রতিনিধি দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।