Tripura Traffic Department begin imposing fines and penalties
Tripura Traffic Department begin imposing fines and penalties

ভেইকেল অ্যাক্টের পরোয়া না করে শহরে আইন ভাঙছে একটা বড় অংশের নাগরিক। ফলে জরিমানাও গুনতে হচ্ছে তাদের। প্রতিদিন শহরে সেই ভেহিকেল অ্যাক্ট লঙ্গনকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করতে সুযোগ নিয়ে মোড়ে মোড়ে দাঁড়াচ্ছে ট্রাফিক। বুধবার হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় বাইক ও স্কুটি চালকদের জরিমানা করা হয়। যেসব বাইক ও স্কুটি চালক বিনা হেলমেটে ড্রাইভ করার চেষ্টা করেছে তাদের আটক করে ছবি করে জরিমানা করা হয়েছে। এবং যাদের কাগজপত্র কোন কিছুই সঠিকভাবে পায়নি তাদের বাইক সিস করা হয়েছে।

ট্রাফিক আধিকারিক জানান, ট্রাফিক এন ফোর্সমেন্ট টিমের এটা স্পেশাল ড্রাইভ চলছে। আগামী দিনেও জারি থাকবে। উল্লেখ্য প্রতিবছর যান দুর্ঘটনার শিকার হয় প্রায় সাত শতাধিক মানুষ। এরমধ্যে প্রায় দুই থেকে আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়। তাই ভেহিকেল অ্যাক্ট নিয়ে কঠোর হয়েছে ট্রাফিক প্রশাসন। কারণ তাদের অভিমত সচেতন করার একমাত্র উপায় মোটা অংকের জরিমানা আদায় করা। নাহলে অসচেতন মানুষের হুঁশ ফিরছে না। তবে এর পাশাপাশি দাবি উঠেছে শহরের মধ্যে যারা অত্যন্ত দ্রুত গতিতে নেশাগ্রস্ত হয়ে ড্রাইভ করছে তাদেরও হাতেনাতে ধরার জন্য টপিক যাতে সক্রিয় হয়। না হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে না বলে অভিমত সচেতন মহলের।