চেবরিতে অটো-স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত দুই, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Two injured in a head-on collision between an auto and a scooter in Chebri; both admitted to hospital in critical condition
Two injured in a head-on collision between an auto and a scooter in Chebri; both admitted to hospital in critical condition

নিজস্ব সংবাদদাতা | গোপাল সিং | ত্রিপুরা

চেবরি এলাকায় বুধবার দুপুর সাড়ে বারোটার সময় ঘটে যায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা। অটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন দুই স্কুটি আরোহী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের নাম গৌতম দত্ত ও ভবানী দত্ত — দুজনেরই বাড়ি তেলিয়ামুড়া এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসক সূত্রে খবর, আহত মহিলা ভবানী দত্তের আঘাত গুরুতর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনায় জড়িত অটোচালকের পরিচয় যাচাই করা হচ্ছে।