দুই চোরকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দিল।

Two thieves were caught and handed over to the police by local people
Two thieves were caught and handed over to the police by local people

গতকাল রাত্রে শান্তির বাজার মহকুমা দেবীপুর উজান লাউগাংসম এলাকায় রাবার চুরি করতে এসে হাতেনাতে দুই চোরকে আটক করে স্থানীয় লোকজন। খবর দেয়া হয় শান্তিরবাজার থানায়। পরবর্তী সময়ে উত্তেজিত জনতা কিছু উত্তম মাধ্যম দিয়ে শান্তির বাজার থানার পুলিশের হাতে তুলে দেন এই দুই চোরকে । জানা যায় এই দুচোর ড্রাগ সেবন করেন প্রতিনিয়ত। ড্রাগস সেবন করতেই এই চুরি সংগঠিত করেছেন। অপরদিকে জানা যায় নেশার খরচ যোগাতে প্রতিনিয়ত শান্তির বাজার মহকুমা বিভিন্ন জনজাতি এলাকায় বাড়ছে চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। শান্তিরবাজার থানার পুলিশ প্রশাসন সবকিছু জেনে শুনেও নির্বিকার।