হ্যাপিয়েস্ট আওয়ার বারের লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন

West Tripura district administration has cancelled the license of Happiest Hour Bar
West Tripura district administration has cancelled the license of Happiest Hour Bar

আগরতলা, ১৬ সেপ্টেম্বর : আগরতলার ইউডি ভবনের ছাদে অবস্থিত ‘হ্যাপিয়েস্ট আওয়ার’ রেস্তোরাঁ কাম বারের লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ড. বিশাল কুমার (আইএএস) এক আদেশে জানান, লাইসেন্সধারী শ্রী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইনের শর্ত ভঙ্গ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত ১১টার পরেও ওই বারে মদ পরিবেশন ও পান চলছিল, যা লাইসেন্সের শর্তবিরোধী। এমনকি অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত ডিজে ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায়ও এ তথ্য প্রমাণিত হয়েছে। এছাড়া লাইসেন্সধারী বারের কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি, শো-কজ নোটিশেরও উত্তর দেননি। ফলে এটি প্রমাণিত হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে নিয়ম-কানুন লঙ্ঘন করেছেন। আদেশে বলা হয়েছে, “ত্রিপুরা আবগারি আইন, ১৯৮৭ এর ধারা ৪০ (১)(গ) অনুযায়ী শ্রী গৌতম দেবনাথের অনুকূলে জারি করা নং ৯৭ লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হলো।” সেইসঙ্গে লাইসেন্স নথি, মদের মজুদ, রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর অবিলম্বে জেলা আবগারি দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকন্তু, নির্দেশ অমান্য করলে আবগারি আইন অনুযায়ী মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।