Winter session of Tripura Legeslative Assembly to start from 10th January, 2024
Winter session of Tripura Legeslative Assembly to start from 10th January, 2024

 ১০ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়িকা কল্যাণী সাহা রায়, বিধায়ক বীরজিৎ সিনহা সহ বিএসি কমিটির সকল সদস্য সদস্যা ও আধিকারিকরা।

 বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান রাজ্যপাল বিধানসভার অধিবেশন ডাকার জন্য আহ্বান করেছেন। তার জন্য বুধবার বিএসি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩ দিনের জন্য অধিবেশন বসবে। ১০ জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হবে। ১০, ১৩ ও ১৫ জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। মার্চ মাসে বাজেট অধিবেশন বসবে।