অগ্নিনির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের প্রতিবাদে সরব হয়েছে যুব কংগ্রেস। আজ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুষ্ঠু তদন্তের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে সংগঠনের নেতা কর্মীরা।
এদিন মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ওই বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। পরবর্তীতে তাদেরকে গ্রেফতার করে এডি নগর পুলিশ লাইন মাঠে নিয়ে যাওয়া হয়েছে।
এদিন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, প্রতিনিয়ত বিজেপি সরকারের নিশানায় রয়েছে সমাজের যুবরা। সরকারের তরফ থেকে প্রত্যেকবার চাকরী দেওয়া হবে বললেও মাঝপথে চাকরীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়ে হচ্ছে। তাতে যুবাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এককথায়, যুবাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে সরকার।
এদিন তিনি আরও বলেন, গত ২০২২ সালে ত্রিপুরা ফায়ার সার্ভিসের পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই এবছর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। কি এমন দূর্নীতি হয়েছে তারজন্য যুবাদের জীবনের তিনবছর নষ্ট করা হয়েছে, বলে সরকারের নিকট প্রশ্ন করেন তিনি। অতিসত্বর দূর্নীতির সাথে জড়িতের শাস্তির ব্যবস্থা করা হোক, দাবি জানান তিনি।