ব্যাগের মধ্য়ে দেহ ভরে গাড়িতে চাপিয়ে নিয়ে নিউটাউনের পাঁচুরিয়া এলাকার একটি নালার ধারে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। একটি অ্য়াপ ক্যাবের ভেতর সেই দেহ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। দেহ নিউটাউনে ফেলে দেওয়ার পরে গাড়িতে ছিল রক্তের দাগ।
পূর্ব মেদিনীপুরের পটাশপুর থেকে সেই গাড়িটিকে আটকায় পুলিশ। এদিকে নাকা চেকিংয়ের সময় পেছনের ডিকি খুলতেই দেখা যায় চাপ চাপ রক্ত। কিন্তু সেই কথার কোনও উত্তর দিতে পারেনি গাড়ির আরোহী। এরপরই তাকে আটক করা হয়।
পরে পুলিশ ট্রলি ও দেহটি উদ্ধার করে। দেহটি সুবোধ সরকার নামে এক ব্যক্তির। কিন্তু এই ধরনের ঘটনা কেন হল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। সূত্রের খবর, সুবোধ সরকার নামে ওই ব্যক্তি কামারহাটি পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি এর আগে উড়িষ্য়ায় থাকতেন। সুবোধ সরকারের কাছে ৭ লক্ষ টাকা পাওনা ছিল। টাকা ফেরতের জন্য তাকে বাড়িতে ডেকেছিল সৌম্য কান্তি জানা। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কের নিমতা শাখার অ্য়াসিস্ট্যান্ট ম্যানেজার। টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছিল। এরপর সুবোধকে ধাক্কা মারা হয়। এরপর তার গলা টিপে খুন করা হয় বলে অভিযোগ।