জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, লোকসভা ভোটের তৃতীয় পর্বে বাংলার ৪ আসনে (মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর) সব মিলিয়ে ৭৩.৯৩ শতাংশ ভোট পড়েছে। তবে ২০১৯ এবং ২০২১ সালের নিরিখে এই চার আসনে গতকাল কম ভোট পড়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।
সর্বশেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গতকাল মুর্শিদাবাদেই সবথেকে বেশি ভোট পড়েছিল। সীমান্তবর্তী এই লোকসভা আসনে ৭৬.৪৯ শতাংশ ভোট পড়েছিল। মালদা দক্ষিণে ভোটের হার ছিল ৭৩.৬৮ শতাংশ। এদিকে মালদা উত্তরে ভোট পড়ে ৭৩.৩০ শতাংশ এবং জঙ্গিপুরে ভোটের হার ছিল ৭২.১৩ শতাংশ।
পরিসংখ্যান বলছে ২০২১ সালে এই চারটি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৮টি বিধানসভা কেন্দ্রে সার্বিক ভাবে ৮২ শতাংশের ওপরে ভোট পড়েছিল। এদিকে ২০১৯ সালের লোকসভা ভোটে মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর কেন্দ্র মিলিয়ে ভোটের হার ছিল ৮১.৬২ শতাংশ। তার থেকে এবারে অনেকটাই পিছিয়ে এই চার লোকসভা কেন্দ্র।