Bus Catches Fire on Second Hooghly Bridge in Howrah, No Casualties Reported
Bus Catches Fire on Second Hooghly Bridge in Howrah, No Casualties Reported

দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে আগুনধর্মতলা থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী বাস হুগলি সেতুর মাঝ বরাবর আসতেই চাকা থেকে ছড়িয়ে পড়ে আগুন। পুরুলিয়াগামী বাসটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। চলন্ত বাসে আগুন লাগায় আতঙ্কে জানালা টপকে নামার চেষ্টা করায় বেশ কয়েকজন যাত্রী আহতও হন। দমকলের তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুর্ঘটনার জেরে দ্বিতীয় হুগলি ব্রিজের কলকাতা-হাওড়াগামী লেন সাময়িক বন্ধ থাকে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।