পশ্চিমবঙ্গে কত লোকসভা আসনে জিততে হবে, রাজ্যের বিজেপি নেতৃত্বকে সেই লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। ২০২৩ সালে বীরভূমের সিউড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘‘৩৫ আসনে জয় চাই।’’ গত নভেম্বরে কলকাতার ধর্মতলার সভা থেকে বলেছিলেন, ৩৫ টপকে যেতে হবে। আর সম্প্রতি বাংলা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে গিয়েছেন, ‘‘৪২টি আসনেই পদ্ম ফোটাতে হবে।’’ কিন্তু দলের ‘অভ্যন্তরীণ হিসাব’ কী বলছে? কত আসনে জিততে পারে পদ্মশিবির? সেই সংখ্যা প্রকাশ করলেন স্বয়ং শাহ। বৃহস্পতিবার একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে সেই সংখ্যা বলে দিয়েছেন তিনি।
দেশে এবং পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফল করবে জানাতে গিয়ে শাহ জানান, তিনি ইতিমধ্যেই ১৬৩টি আসনে সফর করেছেন। তার অভিজ্ঞতা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দেশের কোণে কোণে নরেন্দ্র মোদীকে সমর্থন দেওয়ার জন্য মানুষ অপেক্ষায় রয়েছেন। তার ভিত্তিতেই বলছি, ৩৭০ আসনে আমরা জিতব। ৪০০ পার করবে এনডিএ। এই লক্ষ্য বাস্তবিক তো বটেই সেই সঙ্গে দেশবাসীকে বলব, আপনাদের মনে যে ভালবাসা রয়েছে, তা ভোটে দেখিয়ে দিন। দেখতে দেখতে ৪০০ পার হয়ে যাবে।’’
সাক্ষাৎকারে দেশের নানা প্রসঙ্গ এলেও বেশি সময়ই শাহ খরচ করেছেন বাংলা নিয়ে। সন্দেশখালি প্রসঙ্গে কথা বলার সময়েই তিনি বলেন, ‘‘আমি গোটা দেশকে বলব, বাংলার পাশে দাঁড়ানো দরকার।
বাংলার মতো একটা সীমান্তবর্তী রাজ্যকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।’’ সেই সঙ্গেই তিনি বলেন, ‘‘গত ভোটে আমরা ১৮টায় জিতেছিলাম। এ বার ২৫ আসন পার করে এগিয়ে যাব। আমাদের দু’জন বিধায়ক ছিলেন। এখন ৭৭ হয়েছে। আমরা মজবুত বিরোধীর ভূমিকায় রয়েছি। পশ্চিমবঙ্গে দুর্নীতির সরকার চলছে। পশ্চিমবঙ্গে ধর্মের ভিত্তিতে তোষণের সরকার চলছে। দেশের সুরক্ষার জন্যই পশ্চিমবঙ্গে বদল দরকার।’’