সন্দেশখালিতে নির্যাতিতাদের সঙ্গে কথা বলে বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সোমবার দিনভর সন্দেশখালির বিভিন্ন প্রান্তে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, ১৮টি নারী নির্যাতনের অভিযোগ পেয়েছেন তিনি। তার মধ্যে ২টি ধর্ষণের অভিযোগ। এর পর রেখা শর্মা জানান, সন্দেশখালির পরিস্থিতিতে স্পষ্ট, পশ্চিমবঙ্গে কোনও আইনের শাসন নেই। তাই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করবে তারা.
সন্দেশখালির একাধিক গ্রামে নিয়ে নির্যাতিতাদের সঙ্গে কথা বলেন রেখা শর্মা। সফরের শুরুতে নির্যাতিতাদের বার্তা দিয়ে তিনি বলেন, ভয় কাটিয়ে মুখ খুললে তবেই সুবিচারের ব্যবস্থা করা যাবে। আর কয়েকজন অভিযুক্ত যেহেতু গ্রেফতার হয়েছে তাই মহিলারা মুখ খুলবেন বলেই আশা রাখি। তিনি বলেন, শেখ শহজাহানের গ্রেফতারিতে আমরা বিশেষ জোর দেব। আমি সারা দিন সন্দেশখালিতে আছি। যে কোনও মহিলা আমার সঙ্গে দেখা করে অভিযোগ জানাতে পারেন।
সন্দেশখালি পৌঁছনোর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বলেন, ওখানে আগেই কমিশনের প্রতিনিধলের সদস্যরা সফর করেছিলেন। কিন্তু তাদের সঙ্গে নির্যাতিতা মহিলাদের কথা বলতে দেয়নি পুলিশ। ফলে আজ আমি নিজে সশরীরে নির্যাতিতা মহিলাদের সঙ্গে কথা বলতে এসেছি।