20240305 194236 0000

নারদকাণ্ডে তৃণমূলের নেতারা সকলেই চক্রান্তের শিকার ছিলেন। মঙ্গলবার ঘোষণা করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার নিজেই সাংবাদিক বৈঠক ডেকে তিনি নিজের বিজেপিতে যোগদানের কথা জানান। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই তিনি নাম করেছেন। সেই প্রসঙ্গেই তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নারদকাণ্ডে অভিযুক্ত থাকা নিয়ে। অভিজিৎ বলেন, শুভেন্দুর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি স্পষ্ট জানালেন, সম্ভবত ৭ মার্চ বিকালে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কোথায়, “ওইদিন একটা আস্থায়ী কর্মসূচি রয়েছে। সেই অনুষ্ঠানেই আমি বিজেপিতে যোগ দেব।”

লোকসভা ভোটে প্রার্থী হওয়া নিয়ে এসএসসি মামলায় অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া সদ্য অবসর গ্রহণ করা বিচারপতির মন্তব্য, “প্রার্থী হব কিনা তা দল ঠিক করবে।”

এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে পা দেওয়া নিয়ে জোরালো কটাক্ষ শানিয়েছেন কুণাল ঘোষ। সদ্য অবসর নেওয়া বিচারপতির উদ্দেশ্যে কুণাল ঘোষ বলেন, “দুর্নীতির সঙ্গে আপোষ শুরু করে দিলেন আপনিও?”

প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি মামলার বিচারে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবসর নেওয়ার পর থেকেই তাঁর রাজনীতিতে আসা ও বিজেপিতে যোগ দেওয়া নিয়ে তুমুল গুঞ্জন শুরু হয়েছে বাংলায়। আজ তাঁকে এই নিয়ে তীব্র নিশানা করলেন তৃণমূল সাংসদ। এরপরেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।