Narendra Modi Prime Minister of India

দেশের মেট্রোর ইতিহাসে আবার নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। সারা দেশে এই প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো চলাচল শুরু হতে চলেছে কলকাতা শহরে। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর এই শহরেই প্রথম মেট্রো চলাচল শুরু হয়। চল্লিশ বছর পর আবার নতুন পালক জুড়ল কলকাতা শহরের বুকে।

এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রো সফরে প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায়ও মাতলেন তিনি। মেট্রো আধিকারিকদের সঙ্গে কথোপকথন হল তাঁর।

modi 454
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধর্মতলায় দেশজোড়া একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর ওয়ার হলেন নতুন রুটের মেট্রোয়৷ অর্থাৎ গঙ্গার তলা দিয়ে চলা মেট্রোয় চড়লেন মোদি৷ সেই পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গী হলেন পড়ুয়ারা৷ এ দিন সেই যাত্রা পথে মোদিকে দেখা গেল পড়ুয়াদের সঙ্গে কথা বলতে৷

বিভিন্ন রাজ্যের পাশাপাশি, এ রাজ্যের তিনটি নতুন রুটের মেট্রো পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একদিকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর আওতায় ধর্মতলা থেকে হাওড়া পথ, তার পর গড়িয়া থেকে রুবির মেট্রো পথ এবং মাঝেরহাট থেকে তারাতলার মেট্রো পথের উদ্বোধন করলেন তিনি৷ সবুজ পতাকা নেড়ে রাজ্যপাল, বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই উদ্বোধনের কাজ হল৷ তার পরেই এসপ্ল্যানেড থেকে হাওড়ার মেট্রোতে চড়লেন তিনি৷

উদ্বোধনের পর তিনি প্রথমে ধর্মতলা থেকে মেট্রোতে চড়েন তিনি৷ তাঁর সফর সঙ্গী হয়েছিলেন পড়ুয়ারা৷ গঙ্গাগর্ভে যাত্রা করেন তিনি৷ এর পরে সেই রুটেই ফিরে আসেন তিনি৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি পর্যায় এর ফলে চালু হয়ে গেল৷ একদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ, অন্যদিকে ধর্মতলা থেকে হাওড়া চালু হয়ে গেল৷ উল্লেখ্য, এখনই সাধারণ মানুষের জন্য খোলা হচ্ছে না মেট্রো৷ আগামী কয়েকদিনের মধ্যেই এটিতে চড়তে পারবেন সাধারণ মানুষ৷

এর পর প্রধানমন্ত্রী যোগ দেবেন কাছারি ময়দানে বিজেপির সভায়৷ সেখানকার সভার উদ্দেশ্যে এয়ারপোর্ট পর্যন্ত মোদি যাবে কপ্টারে৷ বিমানবন্দর থেকে একটি গাড়িতে তিনি পৌঁছবেন কাছারি ময়দানে তিনি পৌঁছবেন সড়কপথে৷ সেখানে সভা করবেন তিনি৷