Narendra Modi

‘সমাজমাধ্যমে কার্টুন শেয়ার করলেও ধমকানো হয়’

মোদী বলেন, ‘‘তৃণমূল পারলে বাবা তারকেশ্বর ধামেও বিধিনিষেধ চালু করবে। এই ভূমি গুরুদেব ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিত রায়ের ভূমি। কিন্তু এখানে তৃণমূলের শাসনে, মানুষের স্বাধীনতা নেই। বিপক্ষকে, স্বতন্ত্র কণ্ঠকে দাবিয়ে রাখা হয়। কেউ হাসিঠাট্টা করলে বা সমাজমাধ্যমে কার্টুন শেয়ার করলেও ধমকানো হয়। তাঁর বাঁচা মুশকিল করে দেয়।’’

‘রাম মন্দিরের নাম নেওয়া অপরাধ এখানে’

মোদী বলেন, ‘‘বাংলায় লোকের আস্থার উপর পাহারা দেওয়া হয়। এখানে রামমন্দিরের নাম নেওয়া অপরাধ হয়েছে গিয়েছে।’’

‘আশীর্বাদ চাইতে এসেছি’

মোদী বলেন, ‘‘আবার আশীর্বাদ চাইতে এসেছি। ২০২৪ সালের ভোট বাংলার সংস্কৃতি, বাচ্চার ভবিষ্য়তের জন্য গুরুত্বপূর্ণ। তৃণমূল ভাবে, বাংলার সংস্কৃতিতে ওদের একচ্ছত্র অধিকার। আসলে এটা মাকালী, দুর্গার ভূমি।’’