ঢাকা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের নয়া নাম ‘ওসমান হাদি’

Bangabandhu Hostel at Dhaka University Has Been Renamed Osman Hadi Hostel
Bangabandhu Hostel at Dhaka University Has Been Renamed Osman Hadi Hostel

মৌলবাদের আগুনে পুড়তে থাকা বাংলাদেশে ফের ‘বঙ্গবন্ধু’কে নিশানা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের নাম বদলে করা হল ‘শরিফ ওসমান হাদি’। পূর্বে এই ছাত্রাবাসের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাদির মৃত্যুর পর তাঁর সমর্থকদের আবেদনের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’-এর মতে, ছাত্রাবাসের পড়ুয়াদের নয়া সংগঠন শনিবার রাতে ক্রেন দিয়ে মুজিবের নামাঙ্কিত এই হলের নামফলকটি সরিয়ে দেয়। এবং সেখানে নয়া ফলক টাঙানো হয়। যাতে লেখা, ‘শহিদ ওসমান হাদি হল’। এপ্রসঙ্গে ওই ছাত্রাবাসের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বলেন, “হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। তবে প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। তবে হাদি ভাইয়ের মৃত্যু আমাদের মধ্যে গভীর অনুশোচনার জন্ম দিয়েছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহিদ শরিফ ওসমান হাদির নামে ঘোষণা করেছি।” এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফে অবশ্য কোনও বিবৃতি সামনে আসেনি।

উল্লেখ্য, জুলাই আন্দোলনে উত্থান ওসমান হাদির (Osman Hadi)। পরে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে পরিচিত মুখ হয়ে ওঠেন। হাসিনা ও আওয়ামি বিরোধিতার পাশাপাশি এই ছাত্র নেতার অন্যতম এজেন্ডা ছিল ভারত বিরোধিতা। উত্তরপূর্ব ভারতের বেশ কিছু অংশ জুড়ে ‘গ্রেটা’র বাংলাদেশের ম্যাপ প্রকাশ করে বিতর্ক উসকে দিয়েছিলেন হাদি। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার রাস্তায় অজ্ঞাত আততায়ীদের গুলিতে গুরুতর জখম হন তিনি। উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তাঁর। এরপরই নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা বাংলাদেশ।