বঙ্গোপসাগরে ট্রলার ডুবির পর এবার ভেঙে পড়ল বিমান। সূত্রের খবর, প্রশিক্ষণরত অবস্থায় মাঝ আকাশেই আগুন ধরে যায় বিমানটিতে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে বিমানটি। সূত্রের খবর, দূর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক পাইলটের। তবে দূর্ঘটনার মুখ থেকে বেঁচে ফিরেছেন অপর এক পাইলট।
প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনাটি বাংলাদেশের (Bangladesh)। খবর মিলছে, গত বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ চট্টগ্রামের ঘাঁটি থেকে উড়তে শুরু করে বিমানটি। বিমানে ছিল দুজন পাইলট। মূলত মহড়া দেওয়ার জন্যই আকাশে উড়েছিল বিমানটি। তবে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই বিমান। মাঝ আকাশেই ধরে যায় আগুন।
বিমানটি আছড়ে পড়েছে কর্ণফুলী নদীর মোহনার কাছে। তবে তার পূর্ব মুহুর্ত অবধিও বাঁচার চেষ্টা করেছিলেন দুই পাইলট। উইং কমান্ডার মো. সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মুহাম্মদ আসিম জাওয়াদ। প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসতে চেয়েছিলেন তারা। তবে মো. সোহান হাসান খান সফলভাবে অবতরণ করতে সক্ষম হলেও গুরুতর জখম হন মুহাম্মদ আসিম জাওয়াদ।