Can Hasina escape this time? Bangladesh Police turns to Interpol
Can Hasina escape this time? Bangladesh Police turns to Interpol

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করার জন্য এবার ইন্টারপোলের দ্বারস্থ হল বাংলাদেশ পুলিশ৷ বাংলাদেশ পুলিশের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম ব্যুরোর(এনসিবি) পক্ষ থেকে ইন্টারপোলের কাছে এই আবেদন করা হয়েছে বলে দাবি করেছে দ্য ডেইলি স্টার সংবাদমাধ্যম৷ হাসিনা ছাড়াও আরও ১১ জনের বিরুদ্ধে একই আবেদন করা হয়েছে৷

বেশ কিছু দিন ধরেই হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের অন্তবর্তী সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের অভিযোগ তুলছেন মহম্মদ ইউনূস ঘনিষ্ঠরা৷ এই পরিস্থিতির মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ৷ গত বছর অগাস্ট মাসে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা৷ তার পর থেকে কার্যত অন্তরালেই রয়েছেন তিনি৷ যদিও বেশ কয়েকবার সমাজমাধ্যমে দেশবাসী এবং নিজের দল আওয়ামি লিগের নেতা, কর্মী, সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন হাসিনা৷ বাংলাদেশের এনসিবি-র এক আধিকারিক জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে চলতে থাকা মামলাগুলির তদন্ত প্রক্রিয়ায় উঠে আসা অভিযোগের ভিত্তিতেই এই ইন্টারপোলের কাছে এই আবেদন জানানোর জন্য অনুরোধ করেছিল পুলিশ, সরকারি আইনজীবী এবং তদন্তকারী সংস্থাগুলি৷ ওই আধিকারিকের মতে, পলাতক অভিযুক্তরা বিদেশে কোথায় লুকিয়ে রয়েছেন, তা চিহ্নিত করতে বড় ভূমিকা নেয় এনসিবি৷

গত নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকেও বাংলাদেশ পুলিশকে হাসিনা এবং অন্যান্য পলাতক অভিযুক্তদের গ্রেফতারের জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা সরকারি ভাবে জানানো হয়েছিল৷ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই অন্তত একশোরও বেশি মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিশ৷ তার মধ্যে রয়েছে দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার চক্রান্তের মতো গুরুতর অভিযোগ৷ এ ছাড়াো গণহত্যা এবং দুর্নীতির অভিযোগে মামলা তো রয়েইছে৷