রাখিপূর্ণিমার দিন সকালে দাদাকে রাখি পরিয়েছিল নাবালিকা, রাতে সেই বোনকে ধর্ষণ করে খুন করলেন গুণধর দাদা! উত্তরপ্রদেশের আউরইয়ার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৪ বছরের তুতো বোনকে ধর্ষণ করে খুনের পর দেহ ঝুলিয়ে দেয় ৩৩ বছরের যুবক। মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।
পুলিশ জানিয়েছে, বছর ৩৩-এর অভিযুক্ত যুবক রাখিপূর্ণিমার দিন সকালে কাকার বাড়িতে যান। তুতো বোন তাঁকে রাখি পরায়। যদিও সেই দাদাই অন্য রূপ ধারণ করেন। সকালের উদযাপন শেষে বাড়ি ফিরে গিয়েছিল যুবক। এরপর গভীর রাতে মত্ত অবস্থায় তিনি ফিরে আসেন। বোন কোন ঘরে একা শুয়েছে তা জানা ছিল অভিযুক্তের। সরাসরি সেই ঘরে ঢুকে ধর্ষণ করে গলা টিপে নাবালিকাকে খুন করেন অভিযুক্ত! খুনকে আত্মহত্যা দেখানোর জন্য বোনের গলায় দড়ির ফাঁস পরিয়ে ঝুলিয়ে দেন।
সকালে উঠে নাবালিকার ঝুলন্ত দেখে বাড়ির লোকেরা অবাক হন। কেউ কিছুতেই বুঝতে পারছিলেন না কীভাবে কী ঘটে গেল! পুলিশ এসে বাড়ির লোকেদের জিজ্ঞাসাবাদের পর মেঝেত রক্তের দাগ দেখে। সেদিন বাড়িতে আসা তুতো দাদাকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এক সময় ভেঙে পড়েন তিনি। ধর্ষণ ও খুনের কতা স্বীকার করেন যুবক। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।