পহেলগাঁও জঙ্গি হামলায় গোটা দেশ যখন শোকস্তব্ধ, সেই সময় দেশের অন্দরেই নারকীয় উল্লাস! জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় ‘উৎসব পালনের ডাক’ এক ঝাড়খণ্ডের এক মৌলবির। সেই পোস্ট ভাইরাল হতেই অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল পুলিশ। বুধবার গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মৌলবি মহম্মদ নৌশাদকে। পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত মঙ্গলবার। বিকেলে পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। দাবি করা হচ্ছিল, পর্যটকদের ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যাচ্ছে, এই হামলার সঙ্গে যুক্ত থাকা জঙ্গিদের বেশিরভাগই পাকিস্তানি। এই হামলার খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিযুক্ত নৌশাদ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান, ধন্যবাদ লস্কর ই তইবা। আল্লাহ তোমাদের সর্বদা আনন্দে রাখুন। আমিন, আমিন। তবে আমি আরও খুশি হতাম যদি আরএসএস, বিজেপি, বজরং দল ও সংবাদমাধ্যমকে আক্রমণ করা হত।’ এর সঙ্গে হাসির ইমোজি ব্যবহার করে পোস্টে নিজের আনন্দ প্রকাশ করেন অভিযুক্ত। যা প্রকাশ্যে আসতেই নিন্দায় সরব হয় সব মহল। ঝাড়খণ্ড পুলিশকে ট্যাগ করে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানান নেটিজেনরা। এরপরই স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে ঝাড়খণ্ড পুলিশ। বুধবার ঝাড়খণ্ডের বোকারোর মখদুমপুর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশের তরফে জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি মহম্মদ নৌশাদ বিহারের এক মাদ্রাসা থেকে কোরানের উপরে ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে বাবার সঙ্গে বোকারোতে থাকেন এই ব্যক্তি। অভিযুক্তের ভাই কর্মসূত্রে দুবাইয়ের বাসিন্দা। সেখানকার এক সিমকার্ড ব্যবহার করে সোশাল মিডিয়া চালাতেন অভিযুক্ত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর রাতে ওই জঙ্গিদের সমর্থন জানিয়ে ফেসবুক, ইন্সটাগ্রাম ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অভিযুক্ত। এই ঘটনার সংবেদনশীলতাকে গুরুত্ব দিয়ে গোটা ঘটনায় নবীন কুমার সিংয়ের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করেন পুলিশ সুপার মনোজ স্বার্গীয়ারী। রাতেই ওই পোস্টদাতার খোঁজে নামেন তদন্তকারীরা। রাতভর অভিযান চালানোর পর বুধবার সকালে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। উসকানিমূলক পোস্টের জেরে নৌশাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।

Pahalgam Attack Accused, Seen Celebrating Incident, Arrested in Jharkhand