বিকাশ ত্রিপুরায় সরকারি কর্মচারীদের বেতনের খাই মিটছে না। তাই সপ্তম বেতন কমিশনের টাকা কেন্দ্রীয় সংশোধনাগারের অ্যাম্বুলেন্স দিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সুশাসনের কর্মী মহল। সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অ্যাম্বুলেন্স ক্রয় করে সেই অ্যাম্বুলেন্স ফুল বিক্রির করছে পুলিশ। সাধারণত অ্যাম্বুলেন্স করে রোগীদের জরুরী ভিত্তিতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসার জন্য। কিন্তু বুধবার বিশালগড় মহকুমায় লক্ষ্য করা গেল এক বিরল চিত্র।
কেন্দ্রীয় সংশোধনাগারের অ্যাম্বুলেন্সে করে বিশালগড় ব্রিজ চৌমুহনী সংলগ্ন এলাকায় ফুল আনা হয় বিক্রি করার জন্য। একজন ব্যক্তি অ্যাম্বুলেন্স থেকে ফুলগুলো বের করছেন। থাকি পোশাক পরিধানকারী এক ব্যক্তি সেই ফুলগুলো তুলে দিচ্ছিলেন দোকানের মালিকের হাতে। আর দোকানের মালিক সেই ফুলগুলোকে নিয়ে রাখছিলেন তার দোকানে। এমনই চিত্র লক্ষ্য করা গেছে ঘটনা প্রবাহ ক্রমে। দোকানের মালিক অবশ্য ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গোটা ঘটনাটি সাধারণ মানুষের নজরে বেশ দৃষ্টিকটু বলে ঠেকেছে। যেখানে কেন্দ্রীয় সংশোধনাগারের দায়িত্বে থাকা প্রশাসনের কর্মীরাই বাণিজ্য করতে গিয়ে দু’নম্বরির আশ্রয় নিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি তরফে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবিও উঠতে শুরু করেছে এই মুহূর্তে।