শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী। ১৯৮৮ সাল থেকে রাজনীতির সাথে ভাবে জড়িত ছিলেন বলাই গোস্বামী।
ছাত্র রাজনীতি দিয়ে শুরু হলেও কংগ্রেসের হাত ধরেই রাজনীতির দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন তিনি। যদিও শেষের কয়েক বছর বিজেপির সাথে যুক্ত ছিলেন তিনি।
সম্প্রতি শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে চেন্নাইয়ের এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রাত আনুমানিক আড়াইটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, কৃষি মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ তার গুনমুগ্ধরা।