দিনের পর দিন যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিশালগড়ে। শনিবার সকালে চড়িলাম বাজারে একটি ম্যাক্স গাড়ির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ ঘটে। এতে West Division SP এর পিজি সহ তার পরিবার আহত হয়। আহতরা হলেন, সায়ন দেবনাথ, শ্যামল দেবনাথ ও রিতা দেবনাথ। পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত ৩ জনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশও।

3 injured in a collision between a bike and a Max vehicle at Chorilam Bazaar!